Members of Self Help Group

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে পোস্টে বেঁধে রাখার অভিযোগ

জেলা

Members of Self Help Group ক্যাপশান- বৃহস্পতিবার পাথরপ্রতিমায় এভাবেই বৈদ্যুতিক পোলে বেঁধে রাখা হয় সভানেত্রীকে।


টাকা ফেরত না দেওয়ায় স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে বৈদ্যুতিক পোলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ওই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি পাথরপ্রতিমা থানার গোপালনগর গ্রম পঞ্চায়েত এলাকায়। 

অভিযোগ, সদস্যদের অন্ধকারে রেখে সভনেত্রী শেফালী দাস কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছেন। গত ১৪ মাস ধরে ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা টাকা ফেরত পচ্ছিলেন না। বাড়িতে তাগাদা দিয়েও গোষ্ঠীর সভানেত্রী তাঁদেরকে টাকা দিচ্ছিলেন না। বৃহস্পতিবার সকালে সদস্যরা তাঁর বাড়িতে টাকা চাইতে গেলে বচসা হয়। সভানেত্রীর স্বামী মানস দাস মহিলা সদস্যদের মারধর করে। এই ঘটনায় গোষ্ঠীর সভানেত্রীকে ধরে বৈদ্যুতিক পোলে বেঁধে রাখেন গোষ্ঠীর অন্যান্য সদস্যরা। তাঁদের কথায়, সভানেত্রীর স্বামী মারধর করায় আমরা তাঁর স্ত্রীকে ধরে বেঁধে রেখেছি। 

এদিকে বৈদ্যুতিক পোলে ওই মহিলাকে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাথরপ্রতিমা থানার পুলিশ। তাঁকে তাঁরা উদ্ধার করে। এই ঘটনায় পাথরপ্রতিমা থানায় দু’পক্ষই মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। পুলিশ ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের থানায় ডেকে পাঠায়। সদস্যদের তরফে কাকলি খাতড়া জানান, আমরা কেস করতে চাই না। আমরা টাকা ফেরত চাই। কষ্ট করে টাকা জমিয়েছে। ওই টাকা ফেরত চাইতে গেলে শেফালী দাস’র স্বামী আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ৫-৬জনকে মারধর করে। আমরা পুলিশকে বলেছি যে, শেফালী দাসকে আমরা মারধর করিনি। আমাদেরকে তাঁর স্বামী মারধর করায় আমরা তাঁকে ধরে বৈদ্যুতিক পোলে বেঁধে রেখেছি। গত ১৪ মাস ধরে আমাদের ঘোরাচ্ছিল। টাকা ফেরত দিচ্ছে না। এখন আমরা টাকা ফেরত চাই। এদিকে এই ঘটনায় পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment