Bike Accident

চলন্ত বাইক থেকে পড়ে মহিলার মৃত্যু

জেলা

Bike Accident


চলন্ত মোটর বাইক থেকে ছিটকে পড়ে মারা গেল এক মহিলা। স্বামী ও ছেলের সঙ্গে বাইকে করে বাপের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মহিলার। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত্রে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদের ডেহুচী ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাসুদা খাতুন(৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কালিয়াগঞ্জের পশ্চিম গোগড়া এলাকার স্বশুর বাড়ি থেকে স্বামী ও ছেলের সাথে মোটর বাইকে করে হেমতাবাদের ভোগ্রাম এলাকায় বাবার বাড়িতে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথেই বাইক থেকে পরে গিয়ে গুরুতর চোট লাগে এরপরে তরিঘরি ওই মহিলাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাবা ও ছেলে অল্প আঘাত লেগেছে।

Comments :0

Login to leave a comment