WOMEN'S RESERVATION BILL

জম্মু-কাশ্মীর এবং পুঁদুচ্চেরি বিধানসভার জন্য মহিলা সংরক্ষণ বিল পাশ

জাতীয়

womens reservation lok sabha jammu kashmir puducchery bengali news indian politics

জম্মু-কাশ্মীর এবং পুঁদুচ্চেরি বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষিত করা হল ৩৩ শতাংশ আসন। মঙ্গলবার এই সংক্রান্ত বিল পাশ হল লোকসভায়। পুঁদুচ্চেরি বিধানসভায় আসন ঢেলে সাজানোর জন্য কেন্দ্র শাসিত অঞ্চল (সংশোধনী) বিল ২০২৩, এবং জম্মু-কাশ্মীরে সংরক্ষণ নিশ্চিত করার জন্য জম্মু-কাশ্মীর পুনর্গঠন (দ্বিতীয় সংশোধনী) বিল ২০২৩ পাশ হয়েছে। 

এই বিলগুলি ১০৬ তম সংবিধান সংশোধনী অ্যাক্ট ২০২৩’র অনুসারী। সেপ্টেম্বরে আনা এই সংশোধনীর মাধ্যমে লোকসভা, রাজ্যগুলির বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করে কেন্দ্র। 

বিল পাশ হলেও সংরক্ষণ কবে থেকে চালু হবে তা স্পষ্ট নয়। কারণ, পরবর্তী জনগণনা’র পরে লোকসভার আসন পুনর্বিন্যাস হবে। তারপরেই সংরক্ষণ চালু হবে। কোভিডকে ঢাল করে ২০২১ সালে জনগণনা করেনি কেন্দ্র। সেই বকেয়া জনগণনা কবে হবে, তা এখনও নিশ্চিত করেনি কেন্দ্র। 

Comments :0

Login to leave a comment