সদস্য সমাপ্ত বাজেট অধিবেশনে ১৬টি বিল সংসদে পাশ করালো কেন্দ্রীয় সরকার। চলতি বছর ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল অধিবেশন। শেষ হয়েছে গতকাল। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান যে বাজেট অধিবেশনের প্রথম অংশে লোকসভা এবং রাজ্যসভার মোট ৯দিন সভা চলেছে। অধিবেশনের দ্বিতীয় অংশে রাজ্যসভার ১৭ দিন সভা হয়েছে। পুরো বাজেট অধিবেশন চলাকালীন মোট ২৬ দিন সভা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেট লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশনের প্রথম অংশে উভয় কক্ষেই কেন্দ্রীয় বাজেটের উপর সাধারণ আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লোকসভা ১২ ঘণ্টার নির্ধারিত সময়ের বদলে ১৬ ঘণ্টা ১৩ মিনিট ধরে আলোচনা হয়। তাতে ১৬৯ জন সদস্য বিতর্কে অংশ নেন। রাজ্যসভায় ১৫ ঘণ্টার নির্ধারিত সময়ের বদলে ১৭ ঘণ্টা ৫৬ মিনিট ধরে আলোচনায় ৮৯ জন সদস্য আলোচনায় অংশ নেন।
এই অধিবেশনেই পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার পর লোকসভায় পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রায় ১২ ঘন্টার বিতর্কের পর মধ্যরাতে ভোটাভুটিতে পাশ হয় বিল। বিরোধীদের দাবি এই বিলের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকারের ওপর সরাসরি আঘাত আনার ছক করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
এছাড়া বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় বিল, অভিবাসন বিল এবং ব্যাঙ্কিং বিল পাশ হয়েছে।
Comments :0