মাছ সরবরাহের আড়ালে চলছিল গাঁজা পাচার। শুক্রবার সকালে রানিগঞ্জ মোড়ে উদ্ধার হল প্রায় ২ কুইন্টাল গাঁজা। আসানসোল পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ মাছের গাড়ি আটক করে।
জানা গেছে, মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুর নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। পাচারে যুক্ত থাকার অভিযোগে ২০ বছরের দুই যুবক অভিজিৎ সাঁই ও শুভঙ্কর সিংহ। দু’জনেই বেলদা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গিয়েছে, শুক্রবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ থার্মোকলের কন্টেনারের ভিতরে মাছের জায়গায় মেলে প্লাস্টিকের মোড়কে বাঁধা কেজি কেজি গাঁজা। এরকম থার্মোকলের প্রায় ৩৯টি বাক্সে ১৮০ কেজির বেশি গাঁজা পায় পুলিশ। প্রতিটি বাক্সে ৪ থেকে ৬ কেজি গাঁজা প্যাকিং করা ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, ওডিশা থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দিকে এই গাঁজা পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তার মাঝেই পুলিশ চালায় এই অতর্কিত অভিযান।
Comments :0