মালদহে জেলা মাদ্রাসা কনভেনশন করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। রবিবার কনভেনশনে আলোচিত হয়েছে কেন্দ্র এবং রাজ্যের শিক্ষানীতির বিপদ সম্পর্কে।
রবিবার কনভেনশনে প্রতিবেদন উপস্থাপন করেন জেলা মাদ্রাসার আহ্বায়ক মাননীয় মহঃ জিয়াউর রহমান। প্রতিবেদনের উপর মোট ১৭ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে ভুতুড়ে শিক্ষক নিয়োগ সমস্যা সহ মাদ্রাসা শিক্ষার ও পেশাগত সমস্যাবলী এবং দাবিসমূহ উঠে আসে।
কনভেনশন উদ্বোধন করেন এবিটিএ’র কেন্দ্রীয় পরিষদ সদস্য ও মুর্শিদাবাদ জেলা সভাপতি মহম্মদ জুলফিকার আলি।
মহিদুর রহমান খানকে সভাপতি, অশোক কুমার মন্ডলকে কার্যকরী সভাপতি, মহম্মদ জিয়াউর রহমানকে জেলা আহ্বায়ক নির্বাচিত হন কনভেনশনে। জেলা মাদ্রাসা স্ট্যান্ডিং কমিটিকে পরিচালনার জন্য ২৫জনকে নিয়ে একটি কোর গ্রুপ গঠিত হয়।
কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা অন্যতম সহ সভাপতি আনিসুর রহমান, প্রাক্তন জেলা সভাপতি মহম্মদ বদরুদ্দোজাও।
Maldaha ABTA Madrasah
ভুতুড়ে শিক্ষক নিয়োগের সমস্যা আলোচিত এবিটিএ’র মালদহ মাদ্রাসা কনভেনশনে

×
Comments :0