সারা ভারত খেতমজুর ইউনিয়নের জাতীয় মহিলা কনভেনশন শুরু হয়েছে কেরালায়।
কেরালার মালাপ্পুরম জেলায় ইএমএস মেমোরিয়াল কমপ্লেক্সে শুরু হয়েছে এই কনভেনশন।
কনভেনশন শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ করে। পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেত্রী দুর্গা লক্ষ্মী।
কনভেনশনের উদ্বোধন করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এম বাসুকি।
Women Convention AIAWU
খেতমজুর ইউনিয়নের মহিলা কনভেনশন কেরালায়

×
Comments :0