সিপিআই(এম) রাজগঞ্জ এরিয়া কমিটির সদস্য ও কৃষকসভার কাউন্সিল সদস্য অশোক কুমার রায়কে চুরি, জমি দখলের চক্রান্ত, জমির মালিককে ভয় দেখিয়ে তোলা আদায় সহ বিভিন্ন অপরাধের দায়ে গত ২১ সেপ্টেম্বর রাজগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে।
কৃষকসভা জানিয়েছে যে রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়।
রাজগঞ্জের কুতাবগঞ্জ গ্রামের তিস্তা ক্যানেলের পাশে একটি খাস জমি, জমি মাফিয়ারা পুলিশের মদতে দখল করে বিক্রির চক্রান্ত করে। তার প্রতিবাদ করে অশোক রায়ের নেতৃত্বে গ্রামবাসীরা।
কৃষকসভার অভিযোগ, এরপরই মিথ্যা মামলার ভয় দেখায় রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। প্রতিবাদ জানিয়ে জেলা শাসকের কাছে পিটিশন দায়ের করেন গ্রামবাসীরা। এরপর অশোক রায়কে জমি মাফিয়া বলে মামলা দায়ের করে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশি হেফাজত ও জেল হেফাজতে সিপিআই(এম) জেলা সম্পাদক সলিল আচার্য, কৃষক নেতা প্রাক্তন সাংসদ জিতেন দাস সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক আশিস সরকার আইনি সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সওয়াল করেন আইনজীবী সমীর দাস সহ আইনজীবীরা।
রাতে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে
অশোক রায় মুক্ত হন অশোক রায়। তাঁকে অভিনন্দন জানান সারা ভারত কৃষক সভার নেতৃবৃন্দ ও কর্মীরা।
কৃষক নেতৃবৃন্দ জানান গোটা রাজ্য জুড়ে পুলিশ ও জমি মাফিয়া দের যে দ্বৈরথ চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলেই মিথ্যা মামলায় জেলে যেতে হয় কৃষক নেতা অশোক রায়কে।
বামফ্রন্ট সরকারের সময়ে লাঙল যার জমি তার স্লোগান তুলে জমিদারের হাতে থাকা জমির খাস করে সেই খাস জমি বন্টন করা হয়েছিল গরিব ভুমিহীন মানুষের মধ্যে। আর এই সরকারের সময়ে খাস জমি বিক্রি করা হচ্ছে জমি মাফিয়াদের মাধ্যমে। এর বিরুদ্ধে সারা ভারত কৃষক সভার লড়াই জারি থাকবে।
Comments :0