এলগার পরিষদ-মাওবাদী যোগ মামলায় সমাজকর্মী গৌতম নওলাখার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ নওলাখার জামিনের উপর বম্বে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে।
একই সঙ্গে গৃহবন্দি অবস্থায় নিরাপত্তার খরচ বাবদ ২০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নওলাখাকে। আদালত বলেন, ‘জামিন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ বিস্তারিত থাকায় আমরা স্থগিতাদেশের মেয়াদ বাড়াচ্ছি না। বিচার শেষ হতে বছরের পর বছর, বছরের পর বছর লেগে যেত। বিতর্কে না গিয়ে আমরা স্থগিতাদেশের মেয়াদ বাড়াবো না। যত তাড়াতাড়ি সম্ভব বিপক্ষ পক্ষকে ২০ লক্ষ টাকা দিতে হবে’
শীর্ষ আদালত উল্লেখ করেছে যে নওলাখা চার বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং এই মামলায় এখনও চার্জ গঠন করা হয়নি।
গত বছরের ১৯ ডিসেম্বর বম্বে হাইকোর্ট নওলাখার জামিন মঞ্জুর করলেও এনআইএ শীর্ষ আদালতে আবেদন করার জন্য সময় চাওয়ায় তিন সপ্তাহের জন্য তার নির্দেশে স্থগিতাদেশ দেয়। ২০১৮ সালের অগস্টে গ্রেপ্তার হওয়া গৌতম নওলাখাকে গত বছরের নভেম্বরে গৃহবন্দি করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে তিনি নবি মুম্বইয়ে বসবাস করছেন।
মামলাটি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুনেতে অনুষ্ঠিত এলগার পরিষদ কনক্লেভে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগের সাথে সম্পর্কিত, যা পুলিশ দাবি করে যে পরের দিন পশ্চিম মহারাষ্ট্র শহরের উপকণ্ঠে কোরেগাঁও-ভীমা যুদ্ধ স্মৃতিসৌধের কাছে হিংসা ছড়াতে ইন্ধন দেয়।
এই মামলায় ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে পাঁচজন বর্তমানে জামিনে রয়েছেন।
Comments :0