ছাত্রীদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন কিংবদন্তী ঝুলন গোস্বামী। মঙ্গলবার রাজস্থান ক্লাবের মাঠে শুরু হয়েছে
অনূর্ধ্ব-১৬ ছাত্রীদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। সিএবি’র পরিচালনায় অংশ নিচ্ছে আটটি দল। এই প্রথম মেয়েদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে।
এদিন উপস্থিত ছিলেন সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ একাধিক কর্তা। উপস্থিত ছিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার গার্গী ব্যানার্জি, মিঠু মুখার্জি, রুনা বসুও।
মেয়েদের ক্লাব ক্রিকেটের পর স্কুল ক্রিকেটের শুরুকে ইতিবাচক বলেছেন স্নেহাশিস। তিনি অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ এবং প্রাক্তন মহিলা ক্রিকেটারদের ধন্যবাদ জানান। স্পষ্টই বলেন যে ঝুলন অনুপ্রেরণা।
ঝুলন উদ্বোধনের সময় বলেন, ‘আমাদের অনেক দিনের দাবি ছিল স্কুল ক্রিকেট ও মেয়েদের ক্লাব ক্রিকেট। সেটা হলো। আমাদের দল অনূর্ধ্ব-১৫ জিতেছে, সিনিয়ররা রানার্স হয়েছে দু’টি প্রতিযোগিতায়। এখনও অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দল নক আউটে খেলছে।’ এর জন্য তিনি সিএবি ও প্রাক্তন মহিলা ক্রিকেটারদের ধন্যবাদ জানান। তিনি পড়াশোনার সঙ্গে স্কুলগুলিকে খেলাধূলার দিকে নজর দিতে বলেন।
গণশক্তি’র এক প্রশ্নে ঝুলন বলেন, ‘একসময় আমি জাতীয় দলে বাংলা থেকে একাও খেলেছি। এখন তা-ও দু’জন আছে। রিচা, তিতাস নিয়মিত খেলছে সব ফরম্যাটে। আমরা বেশ ভালো খেলছি ঘরোয়া ক্রিকেটে। ভারতীয় দলের কম্বিনেশনে ফিট করলে আরও ক্রিকেটার সুযোগ পাবে।’
এই প্রতিযোগিতায় হেরিটেজ, সাউথ পয়েন্ট, জিব্রিল ইন্টারন্যাশনাল, ইনফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুল, পূর্বাঞ্চল বিদ্যামন্দির, বেহালা কিশোর ভারতী, ভারতীয় বিদ্যাভবন ও রবীন্দ্র পাঠভবন অংশ নিয়েছে।
প্রথম খেলায় সাউথ পয়েন্ট (৫২৭/০) ২৩৩ রানে হারায় হেরিটেজকে (২৯৪/৮)। সাউথ পয়েন্টের অদ্রিজা সরকার (অপরাজিত ২২০ ও ৪/১৬) ম্যাচের সেরা।
CAB School Cricket for Girls
ছাত্রীদের স্কুল ক্রিকেট উদ্বোধন ঝুলনের
×
Comments :0