দেশে জল সঙ্কট বাড়ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবিত নন। মমতা এবং মোদি সরকারের যৌথ প্রয়াসে এ রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার বসতে চলেছে। এর ফলে রাজ্যে গ্রাহকদের বিদ্যুতের বিল লাগাম ছাড়া হয়ে উঠবে। এমনিতেই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব চাইতে বেশি। প্রতিহত করতে হবে এই আক্রমণ।
১৯ সেপ্টেম্বরের সমাবেশের প্রস্তুতিতে আয়োজিত সভায় এই আহ্বান জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। ওই দিন কলকাতায় কৃষক সমাবেশ। রবিবার ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উত্তম পাল। বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক সুরজিৎ কর্মকারও ।
হালদার বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কৃষক সভার কর্মীদের নির্বাচনের পরও বিভিন্ন জায়গায় হুমকির মুখে পড়তে হয়েছে। প্রয়োজন নিজেদের আরও বেশি সংগঠিত করা। হালদার কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। মণিপুরে জাতিগোষ্ঠীর হিংসা বিশ্বের কাছেও লজ্জার। এদিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচন্ড গরম উপেক্ষা করে কৃষক সভার কর্মীরা হাজির হন ওই আলোচনা সভায়।
Comments :0