শুক্রবার ৯তারিখ চেন্নাইয়ের সাইক্লিং ৱ্যালি হওয়ার কথা ছিল। তবে বর্তমান ভারত পাকিস্তানের সামরিক লড়াইয়ের কারণেই বাতিল করা হয়েছে ৱ্যালি। শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এই কথা ঘোষণা করেছেন। নাপিয়ের ব্রিজ থেকে চেন্নাইয়ের বিখ্যাত ' যুদ্ধের স্মৃতিসৌধ ' পার করে ম্যারিনা বিচ কোস্টলাইন পর্যন্ত হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৮০সালে ভারতের অলিম্পিক স্বর্ণপদক জয়ী হকি দলের অধিনায়ক বাসুদেবান ভাস্করনের হাতে পতাকা উত্তলোন হওয়ার কথা ছিল। আইপিএলের পর এবার দেশের এই প্রতিযোগিতাও বাতিল হয়ে গেল ।
Fit India Cycling Rally 2025
বাতিল চেন্নাইয়ের সাইক্লিং ৱ্যালি

×
Comments :0