,Com Sitaram Yechury

প্রিয় নেতাকে বিদায় জানাতে উপচে পড়ছে ভিড়

জাতীয়

অনিন্দ্য হাজরা: নয়াদিল্লি 

সকাল ১০:১৫ মিনিট নাগাদ দিল্লির একে গোপালন ভবনে শেষবারের জন্য এলেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি। এই মুহূর্তে পার্টির কেন্দ্রীয় কমিটির অফিসের সামনের পরিসর সিপিআই(এম) কর্মী সমর্থক ও সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়ে অবরুদ্ধ। শুরু হয়েছে প্রয়াত নেতার মরদেহে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচী। মাল্যদান করেন প্রকাশ করাত, পিনারাই বিজয়ন, মহম্মদ সেলিম, তপন সেন, নীলোৎপল বসু প্রমুখ সিপিআই(এম) পলিটব্যুরো সদস্যরা। শ্রদ্ধা জানিয়েছেন বিমান বসু, হান্নান মোল্লা। একে গোপালন ভবনে উপস্থিত হয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

একে গোপালন ভবন সংলগ্ন চত্ত্বর দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, এদিন দুপুর ৩টে অবধি একে গোপালন ভবনে শায়িত থাকবে কমরেড সীতারাম ইয়েচুরির মরদেহ। তারপর তাঁর শেষ ইচ্ছা অনুসারে দেহ দিল্লি এআইএএমএস-এ দান করা হবে।

বিভিন্ন রাজ্যের সিপিআই(এম) সম্পাদকরা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত সাধারণ সম্পাদককে। শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরার রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী প্রমুখ নেতৃত্ব।

উপস্থিত হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

একে গোপালন ভবনে আসেন সিপিআই(এম-এল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আকালি দল নেতা প্রকাশ সিং বাদল, কংগ্রেস নেতা অজয় মাকেন, পালানিস্বামী, মনীশ শুক্লা। রাজনৈতিক দলগুলির পাশাপাশি দিল্লি ও সংলগ্ন অঞ্চলের সিপিআই(এম) কর্মী সমর্থকরাও উপস্থিত হয়েছেন।  আসেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমও। ‘নিউজক্লিক’ পত্রিকার প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থও এসেছেন শ্রদ্ধা জানাতে।
বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরের প্রবীণ নেতা এবং এনসিপি প্রধান শারদ পাওয়ারও আসেন শ্রদ্ধা জানাতে। রুশ দূতাবাসের প্রতিনিধি দল এসেছে শ্রদ্ধা জানাতে। 
আপ নেতা মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালও আসেন শ্রদ্ধা জানাতে।

Comments :0

Login to leave a comment