Nandigram

দুষ্কৃতী দৌরাত্ম্যে পুলিশ কর্মীর মৃত্যু

জেলা

দুষ্কৃতী দৌরাত্ম্যে মৃত্যু হল পুলিশ কর্মীর। ঘটনা নন্দীগ্রামের। পুলিশের দাবি গোরু পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় টহলদার পুলিশ কর্মীরা। পরে একজনের মৃত্যু হয়। নন্দীগ্রামের রেয়াপাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের অভ্যন্তরেই। ঘটনা কি? পুলিশের দাবি অনুযায়ী প্রতিদিনের মতো বুধবার রাতেও নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা নন্দীগ্রাম চন্ডীপুর রাজ্য সড়কে রাতে টহল দিচ্ছিল। গোপন সূত্রের খবর অনুযায়ী একটি গাড়িতে গোরু পাচার হচ্ছে সন্দেহে তারা গাড়িটি থামানোর চেষ্টা করে। রাস্তায় আড়াআড়ি গাডরেল টেনে দেয়।  পাচারকারী সন্দেহ গাড়িটি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনায় পুলিশের গাড়ির ভিতর বসে থাকা চালক, দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালকের মৃত্যু হয় ওই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। মৃতের নাম সহদেব প্রধান। অন্য দুই পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল পরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক গাড়ি ও তাতে থাকা পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত সহদেব প্রধানের আত্মীয় খোকন বেরার কথায় ‘‘বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর জানতে পারি। স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখি সহদেবের মৃত্যু হয়েছে। পুলিশকে আবেদন জানানো হয়েছে পরিবারের পাশে থাকার জন্য।’’ জানা গেছে মৃত সহদেব প্রধান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার বৃদ্ধা মা ও এক ভাই রয়েছে। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা শোকে মুহ্যমান। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় সিপিআই(এম) কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।

Comments :0

Login to leave a comment