indian premiere league

লক্ষ্ণৌ সুপার জায়ান্টের অধিনায়ক হলেন ঋষভ পন্থ

খেলা

ipl lsg ছবি প্রতীকী।

 

আসন্ন আইপিএলে  লক্ষ্ণৌ সুপার জায়ান্ট দলের অধিনায়ক পদে নিযুক্ত হলেন ঋষভ পন্থ।সোমবার একটি সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন লখনৌ দলের বিনোয়োগকারী সংস্থা আর পি সঞ্জীব গোয়েঙ্কা ( আর পি এসজি ) গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। তার সাথে ছিলেন দলের মেন্টর জাহির খান। গত নভেম্বরে সৈদি আরবের জেদ্দাহতে আইপিএল নিলামে সর্বোচ্চ ২৭ কোটি অর্থমূল্যে ঋষভকে দলে নিয়েছিল  লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ফ্রাঞ্চাইজ। ২০১৬ থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন ঋষভ। ২০২১ সালে শ্রেয়াসের চোটের পর তার জায়গায় অধিনায়কত্ব সামলেছিলেন ঋষভ। তারপর ২০২২ সালে তাকে ক্যাপ্টেন হিসেবে ‘রিটেন’ করেছিল দিল্লি ক্যাপিটালস। সেই বছরই ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। প্রায় এক বছরেরও বেশি সময় চিকিৎসাধীন থেকে সুস্থ হওয়ার পর প্রত্যাৱৰ্তন করেন ২০২৪ সালে। প্রায় একবছর ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রত্যাবর্তনে যথেষ্ট নজরকাড়া পারফরমেন্স করেছিলেন। সেই কারণেই সুযোগ পেয়েছিলেন টিটোয়েন্টি বিশ্বকাপে। তারপর ২০২৪ জুনে প্রায় ১৭ বছর পর টিটোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। আইপিএলের ইতিহাসে ১১১টি ম্যাচে মোট ৩২৮৪ রান করেছেন ২৭ বছরের ঋষভ।     

Comments :0

Login to leave a comment