India women's series win against Ireland

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের মেয়েদের

খেলা

India womens series win against Ireland

মহিলাদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত। প্রথম ইনিংসে  ৪০০ রানের গণ্ডি পার করেছিলেন ভারতের মেয়েরা। এর আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সর্বোচ্চ ৩৭০ রান করেছিলেন স্মৃতি মন্দানারা। এইবার রানের সংখ্যা পেরোল ৪০০ । মাত্র ৪৬ ওভারেই এই কৃতিত্ব অর্জন করে ভারতীয় দল। ৫০ ওভার শেষে স্মৃতিদের রান ছিল ৪৩৫ রানে ৫ উইকেট। এই ম্যাচে নিজের প্রথম শতরান করেন প্রতীকা রাওয়াল। ১২৯ বল খেলে করেন ১৫৪ রান। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩০৪ রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে রান তারা করতে নেমে দাঁড়াতেই পারলনা আয়ারল্যান্ড। দীপ্তি শর্মা দুটি উইকেট নেন। তনুজা কনওয়াও নেন দুটি উইকেট। মাত্র ৩১. ৪ ওভারেই ১৩১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সারাহ ফোর্বস সর্বোচ্চ ৪১ রান করেন আইরিশদের হয়ে।

Comments :0

Login to leave a comment