'অপা' থেকে 'দোতরা' - বিনোদন, অবসর যাপনের ঠিকানায় পার্থর সাথে তাকিকায় রয়েছে সদ্য ইডি-র হাতে গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকও। প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর তাক লাগানো সম্পদ বিস্তারের শাখা প্রশাখায় রয়েছে শান্তিনিকেতনও। এর আগে পার্থ অর্পিতার যৌথ সম্পত্তির হদিশ মিলেছিল শান্তিনিকেতনে। এবার জ্যোতিপ্রিয় মল্লিকেরও বিলাস বহুল বাড়ির সন্ধান মিলেছে শান্তিনিকেতনেরই রতনপল্লীতে। যার নাম 'দোতারা'।
ইডির হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর গ্রেপ্তার হতেই তার সম্পত্তি তার টাকা-পয়সা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যেই এবার শান্তিনিকেতনে আনুমানিক প্রায়ই ৬ কোটি টাকা মূল্যের বাড়ি পাওয়া গেল মন্ত্রী জ্যোতিপ্রিয়র। শান্তিনিকেতনের এই দোতারা বাড়ি দেখলে চোখ ফেরানো কার্যত অসম্ভব। চমকে যেতে হবে যে কাউকেই। বিলাসিতার আয়োজনে ভরপুর, সৌন্দর্য নিপুণ করতে বিপুল খরচের, বিশাল জায়গাজুড়ে 'দোতারা' গড়ে উঠেছে। কান পাতলে শোনা যায়, লুটের কারি কারি টাকা ঢেলেই 'দোতারা' নির্মিত হয়েছে। সূত্রের খবর, আনুমানিক দেড় কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রঙ করতে খরচ করেছিলেন ৮৫ লক্ষ টাকা। যার বর্তমান বাজার মূল্য কমকরে ৬ কোটি টাকা
Jyotipriya Mallik
ছ কোটি বাজার মূল্যের 'দোতারা'র মালিক জ্যোতিপ্রিয়
×
Comments :0