AAP Kejriwal

‘সবাইকে জেলে ভরে দিন’, কাল বিজেপি দপ্তর যাওয়ার ঘোষণা কেজরিওয়ালের

জাতীয়

ফাইল ছবি।

রবিবার বেলা বারোটায় বিজেপি দপ্তরে যাওয়ার ঘোষণা করলেন ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘বারবার ‘আপ’ নেতাদের একেকজনকে গ্রেপ্তার করার দরকার নেই। সবাই যাচ্ছি, একবারে জেলে ভরে দিন।’’
দিল্লিতে লোকসভা ভোট ২৫ মে। আর পাঞ্জাবে ভোট হবে ১ জুন। দু’রাজ্যেরই সরকারে রয়েছে বিজেপি। শনিবারই কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে তাঁর ব্যক্তিগত সহকারী বিভব কুমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিভবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যদিও দলেরই সাংসদ স্বাতী মালিওয়াল। কিন্তু ভোটের দু’দিন আগে এই ঘটনায় চাপ বাড়াচ্ছিল বিজেপি। কেজরিওয়ালের ঘোষণাকে তার পালটা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
কেজরিওয়ালের ক্ষোভ, তাঁকে গ্রেপ্তার করে তিহার জেলে বন্দি রেখেছিল বিজেপি সরকার। কেন্দ্রের এজেন্সি বন্দি রেখেছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। জেলে ছিলেন দলের সাংসদ সঞ্জয় সিং-ও। 
দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘এরপর দলের নেতা সৌরভ ভরদ্বাজ, অতীশীদের পালা। তাঁদের গ্রেপ্তার করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। এভাবে একেকজনকে ধরার দরকার নেই। আমরা একসঙ্গে বিজেপি দপ্তরেই যাচ্ছি। একবারে জেলে ভরে দিন। তবে জেলে ভরে ‘আপ’-কে শেষ করা যাবে না।’’

Comments :0

Login to leave a comment