LALBAZAR ABHIJAN

শুরু হলো লালবাজার অভিযান

রাজ্য কলকাতা

ধর্মতলা থেকে মিছিল।

 

শুরু হলো সিপিআই(এম)’র ডাকে লালবাজার অভিযান। ধর্মতলা থেকে শুরু মিছিলের সামনের সারিতে রয়েছেন মহিলারা। রয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। অসংখ্য কর্মী সমর্থক রয়েছেন সোমবারের এই মিছিলে। বৃষ্টি উপেক্ষা করেই চলছে মিছিল
আর জি কর কাণ্ডে প্রমাণ লোপাট, তদন্তে বেনিয়মে প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্টও। ৯ আগস্ট ঘটনার দিন থেকে ১৩ আগস্ট, কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের রায়ের দিন পর্যন্ত, তদন্তের দায়িত্ব ছিল কলকাতা পুলিশেরই। কমিশনারের পদ থেকে বিনীত ঘোয়েলের দাবি উঠছে সব দিকেই। দাবি উঠছে বিচারের।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন