LALBAZAR MARCH POLICE

লালবাজার অভিযান আটকাতে বিশাল ব্যারিকেড, দেখুন লাইভে

রাজ্য কলকাতা

লালবাজার অভিযানে ব্যারিকেড। ছবি, ভিডিও: প্রিতম ঘোষ ও অরিজিৎ মণ্ডল

প্রতীম দে ও সৌরভ গোস্বামী

সিপিআই(এম)-কে আটকাতে বেন্টিঙ্ক স্ট্রিটে বিশাল ব্যারিকেড। লালবাজার অভিযানের ডাক দিয়েছে সিপিআই(এম)। 
বিশাল মিছিলে স্লোগান উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। লোহার ব্যারিকেড কয়ে স্তরের। এপরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে চলেছেন সিপিআি(এম) নেতা-কর্মীরা। 
মিছিলে রয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ।  
স্লোগান উঠছে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমাদের সংগ্রাম চলবে। 
বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে জলকামান। টিয়ার গ্যাস হাতে দাঁড়িয়ে পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন