ফিয়ার্স লেনের সামনে ব্যারিকড করে আটকে রাখা হয়েছে বামফ্রন্টের মিছিলকে। শুক্রবার লালবাজার অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট।
মিছিল শুরু হওয়ার আগে সীতারাম ইয়েচুরি স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নীরবতা পালন ও শহীদ বেদীতে মাল্যদান হয়। বিমান বসু বলেন, কমরেড সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণে গোটা দেশের বাম গণ আন্দোলনের ক্ষতি।
বামফ্রন্টের ডাকে লালবাজার অভিযানে মিছিলকে পুলিশ ফিয়ার্স লেনের সামনে ব্যারিকেড করে আটকায়।
বিমান বসু বলেছেন, ‘‘আরজি করের প্রিন্সিপাল একটি ‘পচা এলিমেন্ট‘। বাজারে যার কোনো দাম নেই।’’ তিনি বলেন, ‘‘এত দিন হয়ে গেল বিনীত গোয়েলকে পদত্যাগ কেন করালেন না মুখ্যমন্ত্রী। আমরা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করছি।’’
পুলিশের থেকে ঘোষণা করা হচ্ছে যে ‘আন্দোলন শান্তিপূর্ণভাবে করুন। ব্যারিকেড থেকে নেমে যান।’’
মঞ্চ থেকে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘পুলিশকে বলছি আপনারা দলদাস। আমাদের কর্মসূচি পালন করতে দিন।’’
LEFT FRONT
ব্যারিকেডের সামনে বামফ্রন্ট কর্মীরা
×
Comments :0