MD SALIM on Kalatan Dasgupta

কতজন কলতানকে ধরবে মমতা: সেলিম (দেখুন ভিডিও)

রাজ্য

অনিন্দ্য হাজরা: নয়াদিল্লি

এই কুনালের রঙ্গ বাংলা দেখে নিয়েছে। কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি?
ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শেষ যাত্রায় অংশ নিতে দিল্লিতে এসেছেন সেলিম।
তিনি বলেছেন, ‘‘ফোন ট্যাপ করছে সরকার। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কেবল ফোন ট্যাপ করতে পারে। তা’হলে সেই অডিও ক্লিপিংস তৃণমূলের নেতা কুনাল ঘোষের কাছে কিভাবে গেল। 
সেলিম বলেন, ‘‘এই কুনাল ঘোষই বলেছিল চিট ফান্ড কাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানর্জি। ও তো বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসিয়ে দিন তা’হলেই বেরিয়ে যাবে চিটফান্ডের টাকা কোথায় কিভাবে গেছে।’’ 
তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যমেরও বলিহারি! যখন আমাদের আন্দোলন চলছে, জুনিয়র চিকিৎসকদের ধর্ণা চলছে, সংবাদমাধ্যমের একটি অংশ ‘কুনাল‘ ‘কুনাল’ করছে।’’
সেলিম বলেন, ‘‘কুনালের রঙ্গ বাংলা দেখে নিয়েছে। কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জির সরকার।’’

সেলিম বলেন, ‘‘দেশ দেখছে কিভাবে বাংলা বিচারের দাবিতে রাত জাগছে। তার মধ্যে চিকিৎসকরা রয়েছে, অন্য সব অংশ রয়েছে। এই আন্দোলনের মধ্যে বিরোধ তৈরির চেষ্টা হচ্ছে। একেবারে অপরাধী মানসিকতার লোকজন, তৃণমূল এবং পুলিশের মধ্যে, তারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে।’’
তিনি বলেন, সিপিআই(এম)’র কতজনকে মিথ্যা মামলা দেবে? ৮৫ হাজার মিথ্যা মামলা দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। 
ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি, এই ধরনের মিথ্যা মামলা করা হয়। পেশোয়ার ষড়যন্ত্র, কানপুর ষড়যন্ত্র হয়েছে।
সকালে ধরনা ছিল লালবাজারে। ও যায়। ওকে ড্রপ করে বাড়ি ফিরবে। 
আমরা গতকালই আশঙ্কা করেছিলাম। কারণ, যেভাবে কথোপকথনের অডিও ক্লিপের নাম করে কুনাল ঘোষ, আইপ্যাক, পুলিশ এবং তৃণমূল এবং সংবাদমাধ্যমের একটি অংশ এক লাইনে দাঁড়িয়ে গেল তখনই আশঙ্কা ছিল আমাদের। আমরা ভীমা কোরেগাঁওতে দেখেছি। আমরা দিল্লিতে সিএএ এবং কৃষক আন্দোলনের সময় দেখেছি কখনও আরবান নকশাল, কখনও মাওবাদী, কখনও সিপিআই(এম) বলে মিথ্যা মামলা দিয়েছে। সরকার যখন আন্দোলনগুলির মোকাবিলা করতে পারে না তখন এই মিথ্যা মামলা করে। 
ডিওয়াইএফআই, এসএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে টানা আন্দোলনে রয়েছে। তিনি বলেন, ‘‘কলতান ডিওয়াইএফআই’র অন্যতম প্রধান নেতা রাজ্যে। ‘যুবশক্তি’ পত্রিকার সম্পাদক। তাই ওকে বেছে নিয়েছে সাজানো অভিযোগ দেওয়ার জন্য।’’
সেলিম মনে করিয়েছেন যে ১৪ আগস্ট মাঝরাতে আর জি কর হাসপাতালে প্রতিবাদীদের ওপর হামলার ঘটনায় ডিওয়াইএফআই-কে জড়ানোর চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘পুলিশ তদন্ত না করেই বলল রাজনৈতিক সংগঠন করেছে।’’

Comments :0

Login to leave a comment