HIGH COURT OBC MODI

তৃণমূলের অপকর্ম আড়ালে হাইকোর্টের ওবিসি রায়ে ধর্মীয় মোড়ক মোদীর

জাতীয়

হাইকোর্টের ওবিসি রায়কে সরাসরি ধর্মীয় মোড়ক দিলেন দেশের প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে প্রচারে যে কায়দায় ভাষন তিনি দিচ্ছেন, বুধবার একই কায়দায়, ব্যাখ্যা করলেন ওবিসি রায়কে। 
দিল্লির কাছে দ্বারকায় বিজেপি’র নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, ‘‘কলকাতা হাইকোর্ট ২০১০’র পর থেকে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কেবল মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেই তা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। মুসলিম ভোট ব্যাঙ্কের জন্য পশ্চিমবঙ্গের সরকার তা করেছে। তুষ্টিকরণের এই রাজনীতি সব সীমা ছাড়িয়েছে।’’
বিজেপি এই বক্তব্যই সামনে রেখে আক্রমণ করেছে ‘ইন্ডিয়া’ মঞ্চকে। বিজেপি’র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজকে কলকাতা হাইকোর্টের রায় ‘ইন্ডি’ জোটকে চড়ের শামিল। ২০১০’র পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। মুসলিমদের এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।’’
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করেই এমন বক্তব্যের অসরাতা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তৃণমূল সরকারের বেনিয়মের জন্য বাতিল হয়েছে তাদের সময়ে দেওয়া ওবিসি সার্টিফিকেট। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি তালিকা তৈরির কাজ পশ্চিমবঙ্গে শুরু করেছিল বামফ্রন্ট সরকার। এদিনের রায়ে সেই তালিকা কিন্তু বাতিল হয়নি।’’
সেলিমের ব্যাখ্যা, টাকার বিমিয়ে খোলামকুচির মতো বাছবিচার না করে ওবিসি সার্টিফিকেট দিয়েছে তৃণমূল সরকার। সেটিই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তিনি বলেছেন, কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার সামাজিক এবং আর্থিক বিচারে বঞ্চিতদের প্রকৃত সুযোগ দেওয়ার দিকে নজরই দিচ্ছে না।’’
উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকার নতুন করে আর্থ সামাজিক এবং জাতভিত্তিক সমীক্ষা দাবি বাতিল করেছে। এই সমীক্ষা হয়নি, এমনকি এবারই প্রথম, দশ বছর অন্ত জনগণনাও করায়নি। 
রঙ্গনাথ মিশ্র কমিশন কাজ করেছিল আর্থিক এবং সামাজিক বিচারে বঞ্চিত সংখ্যালঘু অংশকেও ওবিসি সংরক্ষণের আওতায় আনার জন্য। বামফ্রন্ট সরকার সেই কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করেছিল। এই সুপারিশের ভিত্তিতে ওবিসি তালিকায় আর্থিক সামাজিক বিচারে বঞ্চিত সংখ্যালঘুদের তালিকায় দেশের মদ্যে প্রথম এনেছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার। এদিন হাইকোর্ট কিন্তু বামফ্রন্ট সরকারের তালিকা খারিজ করেনি। 
মোদী এবং বিজেপি নেতৃত্ব সেই বাস্তবতায় চোখ বুঁজে হাইকোর্টের রায়ে ধর্মীয় মোড়ক দিতে নেমেছেন। সন্দেশখালি কান্ডেও একই প্রবণতা দেখিয়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment