বুধবার ইন্টারভিউ নোটিশ প্রকাশের দাবিতে প্রাথমিক পর্ষদের সামনে অবস্থানে বসে ২০২২ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এর চাকরি প্রার্থীরা। প্রতিবারের মতো এবারও অবস্থানে পুলিশ তাদের অতি সক্রিয়তা দেখায়। চাকরি প্রার্থীদের জোর করে আটক করেন তারা।
মহিলা পুলিশ ছাড়াই মহিলা চাকরি প্রার্থীদের জোর করে প্রিজন ভ্যানে তোলা হয়। চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে ৫০ হাজার শুণ্যপদ ঘোষণা করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে হবে।
এক চাকরি প্রার্থীর কথায়, পর্ষদ কোন নিয়োগ দিচ্ছে না, শুধু টেট পরীক্ষা নিয়ে যাচ্ছে। টেট পাশ চাকরি প্রার্থীদের জীবন নিয়ে খেলা করছে রাজ্য সরকার।
Primary protest
করুণাময়ী থেকে ফের গ্রেপ্তার চাকরি প্রার্থীদের
×
Comments :0