Chopra

চোপড়ার ছাত্রী নির্যাতনে অভিযুক্তের শাস্তির দাবিতে মিছিল

জেলা

চোপড়ার চতুর্থ শ্রেণির ছাত্রীর উপর তার পিসেমশাইয়ের যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানালো সিপিআই(এম)। অভিযুক্তের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে নির্যাতিতার বাড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোয়াবাড়ি বাজারে শেষ হয়। প্রতিবাদসভায় বক্তব্য রাখেন পার্টিনেতা সুপ্রীতি ঘোষ মজুমদার, বিদ্যুৎ তরফদার, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা নির্যাতিতা শিশুটির মানসিক ও শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এখনও পর্যন্ত কোনও সরকারি আধিকারিক নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি।
উল্লেখ্য, ৭ অক্টোবর ওই শিশুটিকে নিয়ে তার পিসেমশাই বেড়াতে যায়। এরপর এক নির্জন বাগানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। এর দিন দু’য়েক পর ঠাকুমার সঙ্গে বাড়ি ফিরে আসে ওই শিশুটি। তারপর সে অসুস্থ হয়ে পড়ে, শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপরই সে ঘটনার কথা বাড়িতে জানায়। অভিযুক্তের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। তার ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করা হয়।

 

Comments :0

Login to leave a comment