মন্ত্রীসভার অনুমোদন না নিয়েই চলছে হাজার কোটি টাকার প্রকল্পের কাজ। কোষাগারের কয়েক হাজার টাকার লোকসান ডেকে আনা হচ্ছে এমন একাধিক প্রকল্পে। গুরুতর গরমিলের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে চিঠি লিখলেন মন্ত্রী নিজেই। রাজস্থানে নতুন অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি।
রাজস্থানে বিজেপি সরকারের বরিষ্ঠ মন্ত্রী কিরোরিলাল মীনা নিজেই তুলেছেন অভিযোগ। তাঁর ক্ষোভ, কোষাগারের কয়েক হাজা কোটি টাকা লোকসানের বন্দোবস্ত করা হয়েছে একাধিক প্রকল্পে। তার একটি, বহুতল আবাসন তৈরির প্রকল্পেই কেবল লোকসান হবে ১১৪৬ কোটি টাকা। এই প্রকল্পের কোনও অনুমোদন নেওয়া হয়নি রাজ্য মন্ত্রীসভায়। অথচ রাজ্যের সাধারণ প্রশাসন দপ্তর কাজে নেমে পড়েছে।
গত ডিসেম্বরে রাজস্থানে ফের সরকারে আসীন হয়েছে বিজেপি। রাজ্যে কংগ্রেস সরকারকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে, দুর্নীতিতে দায়ী বলে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। লোকসভা ভোটেও মোদী এবং বিজেপি বিরোধীদের দুর্নীতিগ্রস্ত বলে প্রচার চালাচ্ছেন। অথচ রাজ্যে নিজেদের সরকারের মন্ত্রীই কয়েক হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কায় সরব হওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে।
বহুতল আবাসন প্রকল্পটিতে মোট ছয়টি বহুতল কমপ্লেক্স করার পরিকল্পনা ছিল। জয়পুরের গান্ধীনগরে এই প্রকল্পে পাঁচ থেকে ছয়টি ভবন সরকারি নিজের হাতে রাখবে ঠিক ছিল। বাকি দু’টি বহুতল ভবন বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
১৪ মে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে চিঠি দেন কিরোরি লাল মীনা। তিনি লিখেছেন, ‘’১৮-১৯ তলা ভবন তৈরির কোনও অনুমোদন ছিল না। নিয়ম অনুযায়ী এই সরকারি জমিকে বেসরকারি মুনাফার জন্য ব্যবহার করা যায় না। কিন্তু নিয়ম এড়িয়ে কাজ হয়েছে। অবৈধ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ করা হয়েছে।’’
মীনার মারাত্মক অভিযোগ, ‘‘কিছু আধিকারিক কালো টাকা উপার্জনের জন্য আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করেছে। এখনই নজর দেওয়া না হলে ১১৪৬ কোটি টাকা আয়ের সুযোগ হারাবে সরকার। বিপুল লোকসানের দায় বইতে হবে। কারণ বাজার দামের চেয়ে অনেক কমে বেসরকারি হাতে সম্পদ তুলে দেওয়া হয়েছে।’’
Rajasthan Irregularity Minister
বেনিয়মে লোকসান ১১৪৬ কোটির, রাজস্থানে ক্ষোভ বিজেপি’র মন্ত্রীরই
×
Comments :0