REMAL CASUALTY

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, রাস্তায় পড়ে গাছ, বাড়ি ভেঙে আহত মহিলা

রাজ্য

ভদ্রেশ্বরে রাস্তার ওপর থেকে গাছ কেটে সরানো হচ্ছে।

রেমালের প্রভাব, দমকা হাওয়ার বিরাম নেই। রাত ভর বৃষ্টির পর সকাল থেকেও চলছে দূর্যোগ। সোমবার গভীর রাতে ঝড়ের দাপটে ব্যান্ডেল জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে ভেঙে পরে একটি গাছ। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা। চন্দননগর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মান্দাতা সাউ খবর পেয়ে ঘটনাস্থলে যান। দমকলে খবর দেন। হুগলী কেন্দ্র থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। গাছ কাটার মেশিন কাজ না করায় ট্রাফিক পুলিশের সাহায্যে দমকল কাটারি কুড়ুল দিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে।
কলকাতার বিভিন্ন এলাকাতেও রাস্তায় পড়েছে গাছ। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে বিভিন্ন তার। বিদ্যুৎস্তম্ভ উপড়ে পড়েছে কিছু এলাকায়। বহু এলাকায় জমে রয়েছে জল। 
উত্তর ২৪ পরগনার পানিহাটির সুখচর এলাকার রাজা রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপাল বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গির মেটে পাড়ায় তাপসী দাস (৫৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
অন্যদিকে হুগলীর ভদ্রেশ্বর তেলিনিপাড়ার বাবুরবাজারে ৭ নম্বর ফেরিঘাট স্ট্রিটের দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত হন শুকতারা পারুই। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 
জিরাট গ্রাম পঞ্চায়েতে একশোর বেশি মানুষকে রবিবার রাতেই নিয়ে আসা হয়েছে আশুতোষ স্মৃতি মন্দির প্রাথমিক বিদ্যালয়ে। চর খয়রামারি এলাকার খাসেরচরের বাসিন্দাদের এখন ঠিকানা এই প্রাথমিক বিদ্যালয়। 
রেমালে দাপটে প্রভাব পড়েছে রেল পরিষেবায়। শেওড়াফুলি তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। নসীবপুর স্টেশনের কাছে বাঁশ গাছ হেলে পড়ে। ট্রেনের ওভারহেড তারে গাছ ঠেকে থাকায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আপ লাইনে। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক।

Comments :0

Login to leave a comment