Farmers protest

দিল্লিতে কৃষকদের মহাপঞ্চায়েত

জাতীয়

কিষাণ মজদুর মহাপঞ্চায়েতে যোগ দিতে দিল্লির রামলীলা ময়দানে জড় হয়েছেন পঞ্জাবের কয়েকশো কৃষক। গত ২২ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে মহাপঞ্চায়েতের ডাক দেওয়া ৩৭টি কৃষক সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) ১১ মার্চ দিল্লি পুলিশ ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে অনুমতি পেয়েছে জমায়েতের।
দিল্লি পুলিশ কৃষকদের মহাপঞ্চায়েত করার অনুমতি দিয়েছে এই শর্তে যে ৫,০০০ জনের বেশি জমায়েত করা যাবে না, কোনও ট্র্যাক্টর ট্রলি নয়, রামলীলা ময়দানে কোনও মিছিল করা যাবে না।
দিল্লি পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে তারা এসকেএমকে অংশগ্রহণকারীর সংখ্যা ৫,০০০ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছিলেন, তবে আশা করছেন যে ১৫,০০০ এরও বেশি লোক এতে অংশ নেবেন। অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, পাঞ্জাব থেকে ৩০ হাজারেরও বেশি কৃষক দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
নিত্যযাত্রীদের মধ্য দিল্লির দিকে যাওয়ার রাস্তা এড়িয়ে চলার জন্য ট্র্যাফিক অ্যাডভাইসরিও জারি করেছে পুলিশ।
কৃষকরা তাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি মর্যাদা নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি, ন্যূনতম সহায়ক মূল্য, কৃষক ও খেতমজুরদের পেনশন এবং কৃষিঋণ মকুবের জন্য স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment