মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল তিন শ্রমিকের। সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায ঘটে এই ঘটনা । স্থানীয় এই ব্যক্তির বাড়িতে কাজ করছিলেন শ্রমিকদের। সেপটিক ট্যাংকের কাজ করতে নামেন রজব শেখ নামের এক শ্রমিক। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন ট্যাঙ্কে পড়ে যান। সেখানেই জ্ঞান হারান তাঁরা। শ্রমিকদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে
তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মৃত ব্যক্তিদের নাম মনিরুল শেখ, রজব আলী, মাজু শেখ । একজনের অবস্থার অবনতি হলে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
Labour
হরিহরপাড়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু তিন শ্রমিকের
×
Comments :0