মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে দুই শিশু সহ একই পরিবারের তিন সদস্যের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নবি মুম্বাই এলাকার উলভের জাওলে গ্রামে। জানা গেছে নবি মুম্বাই এলাকার জাওলে গ্রামে একটি মুদির দোকান চালাতেন রমেশ নামে এক ব্যক্তি। সিলিন্ডার ফেটে তিনি এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তাঁর স্ত্রী মঞ্জু(৩৮) ১৫ বছর বয়সি মেয়ে ও ৮ রছরের ছেলে মারা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায় ঘরে৷ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। নভি মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘‘আমরা বুধবার রাত ৮টা নাগাদ একটি ব্যক্তির বাসস্থান এবং ও দোকানে আগুন লেগেছে বলে তথ্য পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছে।’’ তিনি বলেন, ‘‘দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দুটি ছোট ৫ কেজি এবং একটি ১২ কেজি ওজনের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ঘটনায় দোকানদার রমেশের স্ত্রী এবং দুই সন্তান মারা গেছে।’’ জানা গেছে আহত রমেশ রাজস্থানের বাসিন্দা এবং তাঁর পরিবারের সাথে মুম্বাইতে বসবাস করছিলেন।
মুখ্য অগ্নি নির্বাপন আধিকারিক বিজয় রানে বলেছেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছি দুটি ইঞ্জিনের সাহায্যেই। আহতদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণে জানা গেছে তবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।’’
Cylinder Blast in Mumbai
মুম্বাইয়ে সিলিন্ডার ফেটে মৃত্যু মা ও দুই সন্তানের
×
Comments :0