উৎসবে অনুভবে
মুক্তধারা
হালুম
-------------------------
কালিদাস ভদ্র
-------------------------
১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
ইস্টিশনে সে কি
কাণ্ড
দল বেঁধে সব বাঘের মেয়ে,
পোটলা আর পুটলি বেঁধে
নাচছে আজব গান গেয়ে।
কাণ্ড দেখে বুড়ো বাঘ
জুড়ে দিল কান্না,
বাঘের মাসি বাঘের পিসি
বন্ধ করে রান্না।
বাঘের ছেলে কম বা কিসে
আঁকলো এসে হালুম,
দাঁড়াও দেখ দাঁত কপাটি
কামড়াই পাবে মালুম।
হালুম হুম সোঁদর বনের
একলা সে যে বাঘ,
হলুদ কালো গা যে তার
অদ্ভূতুড়ে সব দাগ।
Comments :0