উৎসবে অনুভবে
কবিতা
শারদীয় উৎসবে
নাসির আহমেদ
নতুনপাতা
বর্ষা শেষে শরৎ আসে শুভ্র কাশের বন
সাদা মেঘের ভেলায় আসে শারদ আয়োজন
চোখ জুড়ানো ছবির মত নীল আকাশের গায়
মেঘের পরে মেঘ সাজিয়ে কেউ কি এঁকে যায়!
দিকে দিকে কাশের বনে হাওয়ার দোলায় ঢেউ
বাংলা ছাড়া দৃশ্য এমন কোথাও পাবে কেউ!
শরৎ এলেই সন্ধ্যা-সকাল হালকা কুয়াশায়
শিউলি যেন ভেজাঘাসে স্মৃতি রেখে যায়।
শরৎ এলেই শারদীয় বিশাল আয়োজন
দুর্গাপুজোর উৎসবে ঢাক ঢোলের আলোড়ন।
অসুর বধের সে উৎসবে নাচে সবার প্রাণ
বাতাস ছড়ায় ধূপধুনো আর হরেক ফুলের ঘ্রাণ।
Comments :0