নিয়মরক্ষার শেষ ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেটে হারাল নেপালকে। র্যামন সাইমন্ডস (৪/১৫) ও জেডিয়া ব্লেডস (২/২০) নেপালকে ১২২ রানে অল আউট করে দেয়। নেপালের কুশল ভূর্তেল ৩৯ করেন। জবাবে ১২.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আমির জঙ্গু অপরাজিত ৭৪ ও আকিম ওগুস্তে অপরাজিত ৪১ করেন।
নিয়মরক্ষার শেষ ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেটে হারাল নেপালকে। র্যামন সাইমন্ডস (৪/১৫) ও জেডিয়া ব্লেডস (২/২০) নেপালকে ১২২ রানে অল আউট করে দেয়। নেপালের কুশল ভূর্তেল ৩৯ করেন। জবাবে ১২.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আমির জঙ্গু অপরাজিত ৭৪ ও আকিম ওগুস্তে অপরাজিত ৪১ করেন।
Comments :0