State School Games

পশ্চিমবঙ্গ স্কুল গেমসে সোনা বান্দোয়ানের বর্ষা’র

রাজ্য

বান্দোয়ানের সোনার মেয়ে বর্ষা সিং। আর্থিক প্রতিবন্ধকতা কে দূরে সরিয়ে আটষট্টি তম পশ্চিমবঙ্গ স্কুল গেমস ২০২৪ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগের ২৬ কেজি বিভাগে ক্যারাটে তে রাজ্যে প্রথম হয়ে সোনা জিতেছে সে ।এবার লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পাশাপাশি পদক জিতে জঙ্গলমহল বান্দোয়ান এবং পুরুলিয়ার নাম উজ্জ্বল করা। ইতিমধ্যে বান্দোয়ান গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বর্ষা সিংকে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। এখানেই থেমে থাকতে রাজি নয় ছোট্ট বর্ষা। তার এই সাফল্যের পেছনে তার পরিবার, গ্রামের লোকজন এবং স্কুল কে কৃতিত্ব দিতে চাইছে সে। তার এখন একটাই স্বপ্ন জাতীয় স্তরে প্রতিযোগিতায় যোগ দিয়ে পদক জয়।
বান্দোয়ানের মধুবন গ্রামের বাসিন্দা বর্ষা। বাবা কৃষিজীবী মানুষ। চাষাবাদ করে কোন রকমে সংসার চালান। ছোটবেলা থেকেই দারিদ্রকে সঙ্গী করে বর্ষার পথ চলা শুরু হয়েছিল। পঞ্চম শ্রেণী থেকে সে বান্দোয়ান গার্লস হাই স্কুলে পড়াশোনা করে। ভর্তির পর থেকে সে স্কুলের হোস্টেলে থাকে। এবং সেখান থেকে সে ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করে। ইতিমধ্যে একাধিক জায়গায় সে ক্যারাটে প্রতিযোগিতায় নেমেছে এবং সফল হয়েছে। সম্প্রতি সে রাজ্য স্কুল গেমসে ক্যারাটে তে সোনা জয় করে ফিরেছে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। এখন দিনরাত এক করে পড়াশুনোর পাশাপাশি সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।জঙ্গলমহলের এক মেয়ের এই সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ এবং খুশি বান্দোয়ানের মানুষজন। তারাও দেখতে চায় আগামী দিনে জাতীয় স্তরে বর্ষার সফলতা।

Comments :0

Login to leave a comment