আবার বোমা উদ্ধার হল মারগ্রাম থানার লপাড়া থেকে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মারগ্রাম থানার পুলিশ আনুমানিক চল্লিশটি তাজা বোমা উদ্ধার করে লপাড়া মাঠের আখের জমি থেকে। তিনটে থলের মধ্যে ও একটি ঝাড়ের মধ্যে রাখা আছে বোমগুলি। তবে কে বা কারা রেখে গেছে এই বোমাগুলি তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Bomb rescued
তাজা বোমা উদ্ধার
×
Comments :0