মহিলাদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রানের গণ্ডি পেরোল ভারতের মেয়েরা। এর আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সর্বোচ্চ ৩৭০ রান করেছিলেন স্মৃতি মন্দানারা। এইবার রানের সংখ্যা পেরোল ৪০০ । মাত্র ৪৬ ওভারেই এই কৃতিত্ব অর্জন করল ভারতীয় দল। ৫০ ওভার শেষে স্মৃতিদের রান দাঁড়ালো ৪৩৫ রানে ৫ উইকেট। এই ম্যাচে নিজের প্রথম শতরান করলেন প্রতীকা রাওয়াল। ১২৯ বল খেলে করেন ১৫৪ রান। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে নেমেছে ভারত।
Indian Women Cricket team
অনন্য রেকর্ড গড়লেন ভারতের মেয়েরা
×
Comments :0