তীব্র দাবদাহের পর স্বস্তি ফিরেছে গোটা দক্ষিণবঙ্গে। গত দুদিনের ঝড়-বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আজ, বৃহস্পতিবারও হুড়মুড়িয়ে নামল পারদ। শিলাবৃষ্টিও শুরু হয়েছে কলকাতায়।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, তাপপ্রবাহের জ্বালা আর ভুগতে হবে না বঙ্গবাসীকে। আপাতত দিনকয়েক ঝড়বৃষ্টি চলবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি কমে গেছে কলকাতায়। দিনের তাপমাত্রা এখন ২৯-৩০ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। শুক্র-শনিবার অবধি ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গের বেশ কিছুজেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গের কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলোতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
Weather
কলকাতায় শিলা বৃষ্টি
×
Comments :0