Murdered Purba Medinipur

পাওনা চাওয়ায় খুনের অভিযোগে উত্তপ্ত কাঁথিতে গ্রেপ্তার ৩

জেলা

প্রতিবেশীকে টাকা ধার দিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। নির্মমভাবে খুন হতে হল তাঁকে। মৃতের নাম গোবিন্দ পাত্র(৪৪)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ ২ ব্লকে আমতলিয়া অঞ্চলে। পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা গোবিন্দ পত্র(৪৪) প্রতিবেশি উত্তম পাত্রকে ৭০ হাজার টাকা ধার দিয়ে ছিলেন। বেশ কিছুদিন ধরে গোবিন্দ পাওনা টাকা চেয়েছিলেন উত্তমের কাছে। কিন্তু উত্তম তাকে টাকা দিতে পারেনি যথাসময়ে। টাকা পরিশোধ না করার কারণেই দুই প্রতিবেশী গোবিন্দ ও বছর পঁয়ত্রিশের উত্তমের মধ্যে বচসা শুরু হয়। খুন হতে হয় পাওনাদারকেই।
গোবিন্দ পাত্রের ছেলে ইন্দ্রজিৎ পাত্রের অভিযোগ, ‘‘উত্তম পাত্রকে তাঁর বাবা ৭০ হাজার টাকা ধার দিয়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ উত্তম পাত্র আমার বাবাকে টাকা দেবে বলে ডেকে নিয়ে যায়। পরে রাতের দিকে জানতে পারা যায় খাল পাড়ে কয়েকজনের সহযোগিতা নিয়ে বাবাকে নিশংসভাবে মারধর করে ফেলে দিয়ে যায়।’’ 
গ্রামবাসীদের অভিযোগ উত্তম পাত্র ও গ্রামের বাটুল মাইতি সহ কয়েকজন অত্যাধিক মদ খেয়ে গোবিন্দের উপর চড়াও হয়ে ইট, বাঁশ দিয়ে তাঁর মাথায় চোখে আঘাত করে। অভিযোগ ইটের ঘায়ে মাথা এবং চোখ থেঁতলে দেয়। প্রচন্ড রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পরিবারের লোকসহ গ্রামের লোকজন তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কাঁথি থানায় খবর দেওয়া হয়। প্রায় ঘটনার দেড় ঘন্টা পরে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অকুস্থল ঘিরে দেয়। উন্মত্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযোগ ক্ষুব্ধ জনতা উত্তম পাত্রের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছু মদের ঠেক ভেঙে দেয়। কাঁথি থানার পুলিশ অভিযুক্ত উত্তম পাত্র তার বাবা শ্রীনিবাস পাত্র ও বাটুল মাইতিকে গ্রেপ্তার করে। 
প্রতিবেশী মনোরঞ্জন মান্না দাবি করে বলেন,‘‘বেশ কিছুদিন ধরে গ্রামে নানান ধরনের অসমাজিক কাজ কর্ম শুরু হয়েছে। মোড়ে মোড়ে মদের ভাটিখানা তৈরি হয়েছে। ফলে এলাকার কিছু যুবক উৎশৃঙ্খল জীবন যাপন করছে। পুলিশ প্রশাসনের কোন টহলদারি নেই।’’ 
স্থানীয় বাসিন্দা শিক্ষক অনুপম গিরি বলেন,‘‘ প্রশাসনিক উদারসেনতার ফলে আইনশৃঙ্খলা তলানিতে চলে গেছে। ফলে গ্রামীণ শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি দাবি করেন, অতিসত্বর প্রশাসনকে সক্রিয় উদ্যোগ নিয়ে মদের ঠেক এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুক্রবার গোবিন্দ পাত্রে’র মরদেহ ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা।

Comments :0

Login to leave a comment