'ABHAYA' JALPAIGURI

বিচারের দাবিতে সভা জলপাইগুড়ি, মালবাজারে

জেলা

সভায় বক্তব্য রাখছেন ডা. উৎপল ব্যানার্জি। রয়েছেন চিকিৎসকরা।

'অভয়া'-র ন্যায় বিচারের দাবিতে লড়াই জারি রয়েছে। বুধবার ‘১২ ই জুলাই কমিটি’ আয়োজিত
কনভেনশন স্পষ্ট করেছে সেই বার্তা। জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে প্রকাশ্য কনভেনশনে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল জনতার।  
এদিনি মালবাজার শহরের ঘড়ি মোড় এলাকাতেও প্রতিবাদ কর্মসূচি হয়।
কনভেনশনে বক্তব্য রাখেন চিকিৎসক আন্দোলনের নেতা ডা: উৎপল ব্যানার্জি। ছিলেন ডা: অর্পিতা রায় চৌধুরী, ডা: পবিত্র গোস্বামী সহ একাধিক চিকিৎসক।
৯ আগস্ট, আর জি কর হাসপাতালে মিলেছিল নিহত চিকিৎসক-ছাত্রীর দেহ। ৭৬ দিন পেরিয়ে গেলেও বিচার অধরা। বিচারের দাবিতে  প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ।
প্রতিবাদ সভা মঞ্চে দাঁড়িয়ে ডা: উৎপল ব্যানার্জি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে দিক যে দুর্বৃত্ত, দুষ্কৃতী চক্রের রাজ শুরু হয়েছে, পাশাপাশি থ্রেট কালচার সংযোজিত হয়েছে, তার বিরুদ্ধেই প্রতিবাদে সরব হতে শুরু করেছেন সকলে। যেভাবে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া কান্ড ঘটেছে সেই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না হয় তার বিরুদ্ধেই এই লড়াই। 
অভয়া কান্ডে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে সোচ্চার হন চিকিৎসকরা।

Comments :0

Login to leave a comment