বৃহস্পতিবার আইএসএলে পাঞ্জাব এফসির মুখোমুখি মুম্বই সিটি এফসি।নিউ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়।
আইএসএল টেবিলে উপরের দিকের দলগুলির চ্যাম্পিয়নশিপ ম্যাচের সাথে সাথে জমে উঠেছে টপ সিক্সে ওঠার লড়াইও।এই মুহূর্তে মোট চারটি দল রয়েছে এই লড়াইয়ে।১৫ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই।১৬ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।১৬ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কেরালা অষ্টম ও ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে নবম স্থানে।পাঞ্জাব দলেরই সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা বেশি।কমসংখ্যক ম্যাচ খেলায় সুযোগ রয়েছে প্যানজিওটিকসের দলের।বৃহস্পতিবার জিতলে ১৬ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওড়িশাকে পিছনে উঠে আসবে পাঞ্জাব।গত মরশুমে আইলীগ জিতে আইএসএলে সুযোগ পেয়েছিল তারা।এই মরশুমে বেশ ভালো কয়েকটি বিদেশীকে সই করানো হয়েছিল।তার সাথে বেশ কয়েকটি ভালোমানের ভারতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত পাঞ্জাব খুবই ভালো পারফর্ম করছে।তবে হতাশ করছে মুম্বইয়ের পারফরম্যান্স।এই মরশুমে চেনা ছন্দের একেবারেই ধারেকাছে নেই তারা।ঘরের মাঠেই এই মরশুমে বেশ কয়েকটি ম্যাচ হেরেছে মুম্বই।গত ম্যাচে খালিদের জামশেদপুরের কাছে ৩-০ গোলে পর্যদুস্ত হয়েছিল পিটার কেটকির দল।সুপার সিক্সে ওঠার ক্ষেত্রে এখন সব ম্যাচই জিততে হবে মুম্বইকে।তাই কোচের গদি বাঁচাতে বৃহস্পতিবার পাঞ্জাব এফসিকে হারাতে বদ্ধপরিকর পিটার কেটকির দল।
Comments :0