বুধবার মিজোরামে রেলের নির্মিয়ান ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে ৩৬ শ্রমিকের। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার জন্য চার সদস্যের কমিটি গঠন করলো রেলমন্ত্রক। চার সদস্যের কমিটিতে রয়েছেন আরডিএসও’র আধিকারিক বিপি ওয়াশি, আইআইটি দিল্লির দ্বীপ্তি রঞ্জন সাউ, আইআরআইসিইএন’র শরদ অগ্রওয়াল, উত্তর পূর্ব রেলের মুখ্য সেতু প্রযুক্তিবিদ সন্দীপ শর্মা।
বুধবার সকালে মিজোরামে রেলের একটি নির্মীয়মাণ রেলসেতু ভেঙে অন্তত ৩৬জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পূর্ব রেলের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই মালদহের পুকুরিয়া, ইংলিশ বাজার ও মানিকচক এলাকার। রাজ্য কর্মসংস্থানের কোন সুযোগ না থাকায় মালদহের ওই যুবকরা ভিন রাজ্যে গিয়েছিলেন কাজের জন্য। রেলের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকার ক্ষতিপুরন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দবোস মালদহে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তাদের সাহায্যের আশ্বাস দেন। সূত্রের খবর মৃতদের পরিবারের পক্ষ থেকে চাকরির দাবি করেছে রাজ্যপালের কাছে।
Comments :0