Flood Affected Khanakul

খানাকুলে বিজ্ঞান কেন্দ্রের ত্রাণ ও চিকিৎসা শিবির

জেলা

হুগলীর খানাকুলে বন্যা দুর্গত এলাকায় শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা শিবির পরিচালনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল - মগরা বিজ্ঞান কেন্দ্রের সংগঠকরা। খানাকুল ১ নং ব্লকের রামপ্রসাদ অঞ্চলে ত্রাণ ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ১১৪ জনের হাতে ত্রাণ সামগ্রী হিসাবে নতুন একটি করে গেঞ্জি, চাল - ডাল, তেল, ছাতু, সুজি, সয়াবিন, সাবান চিনি ইত্যাদি দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা শিবিরে ৫০ জন মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। কয়েকজনকে ওষুধের জন্য আর্থিক সাহায্য করা হয়। 
বন্যার কারণে সর্বস্ব হারিয়ে ফেলা মানুষজন নানান সঙ্কটের  মধ্যে কষ্টের সঙ্গে   দিনযাপন করছেন।  জল নেমে যাওয়ার পর একদিকে সাপের উৎপাত । অপরদিকে চারদিকে পচে যাওয়া জিনিসের  দুর্গন্ধে  টিকে থাকতে মানুষকে প্রচুর লড়াই করতে হচ্ছে। প্রয়োজনীয় ব্লিচিং পাউডারেরও ভীষণ অভাব রয়েছে। যা ওই অঞ্চলের মানুষ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। এই মুহূর্তে চিকিৎসকের সহযোগিতা ও ওষুধ পত্রের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
এই শিবিরে ব্যান্ডেল - মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সন্দীপ সিংহ , স্বপন দে , শেখর দে এবং ডাক্তার দীপঙ্কর মুখার্জি উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment