australian open

অস্ট্রেলিয়ান ওপেনে হার রোহন বোপান্নার

খেলা

rohan bopanna  australian open ছবি প্রতীকী।

 

মঙ্গলবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচেই হার রোহন বোপান্নার।নতুন সঙ্গী কলম্বিয়ার নিকোলাস ব্যারেন্টসকে নিয়ে বোপান্না পরাজিত হলেন স্প্যানিশ জুটি পেড্রো মার্টিনেজ ও জাউমে মুনারের কাছে।৭-৫ ব্যবধানে জয় পেলেন স্প্যানিয়ার্ড জুটি।২০২৪ সালে বোপান্নার বয়স যখন ছিল ৪৩ । তখন অজি পার্টনার ম্যাথিউ আবডেনের সাথে জুটি বেঁধে জিতেছিলেন গ্রান্ড স্ল্যাম।প্রবীণ টেনিস খেলোয়াড় হিসেবে যা ছিল একটি রেকর্ড।প্রথম সেটে ৫-৩ ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় সেটে দারুণ পারফরম্যান্সে ৫-৫ ব্যবধানে সমতা ফেরায় বোপান্না - ব্যারেন্টস জুটি।ম্যাচ গড়ায় টাই ব্রেকারের দিকে।টাই ব্রেকার রাউন্ডে ৭-৫ ব্যবধানে জয় পায় স্প্যানিয়ার্ড জুটি।সোমবার এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে সুমিত নাগপাল।বিশ্বের ২৫ নম্বর টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের থমাস মাচাকের কাছে হেরে।  

Comments :0

Login to leave a comment