USA IMPERIALISM

ট্রাম্পের লক্ষ আরও তিন দেশের ওপর, মাদুরোকে ছাড়তে হবে দাবি জানালো চীন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আইন ভেঙে ভেনেজুয়েলা দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। গতকাল রাতেই ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলা শাসন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানেই থেমে না থেকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছে এবারে তার লক্ষ মেক্সিকো, কিউবা এবং কলম্বো। 
ট্রাম্প শাসনে মেক্সিকোর সঙ্গে আমেরিকার সংঘাত চরমে পৌঁছেছে শরণার্থী অনুপ্রবেশের বিষয়কে কেন্দ্র করে। ট্রাম্প বার বার হুমকি দিয়েছেন, মেক্সিকো যদি আমেরিকায় শরণার্থী অনুপ্রবেশ আটকাতে কোনও পদক্ষেপ না করে, তা হলে তার ফল ভুগতে হবে। ভেনেজুয়েলায় মার্কিন দখলদারির সমালোচনা করেছে মেক্সিকো। আর তারপরই এই হুমকি।
মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে যাওয়া অন্যতম দেশ কিউবাকে নিশানা করেছে ট্রাম্প। ফিদেলের দেশকে হুমকি দিয়েছেন তিনি। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে কিউবায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন ফিদেল। লাগাতার আক্রমণের মুখেও সেই দেশের বামপন্থী প্রগতিশীল সরকারকে ফেলতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা দখলের পর ট্রাম্প প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ়-কানেলকে ‘ব্যর্থ শাসক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘কিউবার পরিস্থিতি এখন ভাল নয়। সেখানে প্রশাসনিক পরিকাঠামো ভেঙে পড়েছে। কিউবার জনগণের পক্ষে তা মোটেই সুখকর নয়। বছরের পর বছর ধরে কিউবার মানুষ ব্যর্থ শাসকের জন্য ফল ভুগছে। কিউবার মানুষকে এর থেকে মুক্তি দিতে হবে।’’
চীন এবং রাশিয়ার পক্ষ থেকে মার্কিন এই আগ্রাসনের বিরোধীতা করা হয়েছে। বিবৃতি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবিও করা হয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমেরিকাকে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।’ এর পাশাপাশি বলা হয়েছে, ভেনেজ়ুয়েলার সরকার ভেঙে দেওয়া চলবে না। আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যাগুলির সমাধান করতে হবে।

Comments :0

Login to leave a comment