আহতদের পরিবারের পক্ষ থেকে প্রথমে গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর শল্য চিকিৎসক দেখার পর ওই দুই শিশুর অস্ত্রপচার করতে হবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকদের অনুমান তাদের শরীরে বোমার স্প্লিন্টার ঢুকে রয়েছে।
পরিবারের দাবি পঞ্চায়েত ভোটের আগে থেকেই এলাকায় বিভিন্ন সময় বোমা পাওয়া গিয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। কে বা কারা ওই কৌটোয় বোমা রেখে যায় তা এখনও জানা যায়নি। সালার থানার পক্ষ থেকে এখনও এই বিষয় কোন বিবৃতি পাওয়া যায়নি।
শুধু সালার নয়। এদিন সকালে ওই একই জেলার রেজিনগরের একটি পাট খেত থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে বীরভূমের মাড়গ্রামের তপনে বোমা উদ্ধার হয়েছে। মোট ৬টি প্লাস্টিকের বালতিতে অন্ততপক্ষে ৯০টি বোমা উদ্ধার করা হয়েছে।
Comments :0