VACANT POSTS

খাদ্য মন্ত্রকেই ফাঁকা ১৭ হাজার পদ

জাতীয়

কেবল খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকেই খালি পড়ে ১৭ হাজারের বেশি পদ। মন্র্ওকের পাশাপাশি নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থা এবং স্বশাসিত সংস্থায় রয়েছে ফাঁকা পদ। 
দেশে বেকারির হার টানা চড়া। স্বাধীনতার পর এত দীর্ঘসময় বেকারির হার এমন চড়ে থাকেনি। বামপন্থীদের অন্যতম প্রধান দাবি, কর্মসংস্থানে সরাসরি ভূমিকা নিতে হবে সরকারকে। কেন্র্ঘ এবং রাজ্যের সরকারগুলিকে পূরণ করতে হবে ফাঁকা পদ। বাস্তবে যে উলটো হচ্ছে মঙ্গলবার সংসদে তা স্বীকার করেছে কেন্র্ ই। 
রাজ্যসভায় এদিন ফাঁকা পদ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন খাদ্য ও গণবন্টন এবং ক্রেতা বিষয়ক প্রতিমন্রীফা নিমুবেন জয়ন্তীভাই বম্ভবানিয়া। 
তিনি জানান যে ১৭ হাজার ৬২৫টি পদ ফাঁকা পড়ে রয়েছে কেবল এই মন্র্ ক এবং অধীনে থাকা সংস্থাগুলিতে।

Comments :0

Login to leave a comment