Rajasthan

প্রবল ঝড়ে রাজস্থানে মৃত্যু ১২ জনের

জাতীয়

Rajasthan


বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার পরে রাজস্থানে শুরু হয় ঝড়। সেই ঝড়ে বিপর্যস্ত হয় জনজীবন। বিভিন্ন জায়গায় ঘরের দেয়াল ধসে, টিনের সেড ও গাছ চাপা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। টঙ্ক জেলায় এর গভীর প্রভাব পড়েছে। বহু বাড়িঘর ধসে পড়ে ভেঙে পড়ে একাধিক গাছ ও বৈদ্যুতিক খুঁটি। সবচেয়ে বেশি ক্ষিত হয়েছে টঙ্ক জেলা। গভীর রাতে আসা বজ্রঝড় তোলপাড় করে দেয় টঙ্ক জেলায়। ঝড়ের দাপটে গ্রাম থেকে শহর ডুবে রয়েছে অন্ধকারে। প্রবল ঝড়ে কোথাও কোথাও ঘরের দেয়াল ধসে, কোথাও কোথাও টিনশেডের ছাদ উড়ে গেছে, ঘুমন্ত অবস্থায় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখনো পর্যন্ত ১২ জনের মারা গেছে, যার মধ্যে শিশু এবং মাঝবয়সী মানুষ রয়েছেন। জানা গেছে একটি টিনশেডের ঘরে ঘুমন্ত পরিবারের দুই শিশু এবং একজন বৃদ্ধ সহ তিনজন মারা যায়। পরিবারের অনেক সদস্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। প্রবল ঝড়ে টোদারাই সিং-এ দু'জন, মালপুরায় দু'জন, নিওয়াইয়ে দু'জন এবং উনিয়ারায় দু'জনের মৃত্যু হয়েছে। গত ১৮ ঘণ্টা ধরে পুরো জেলায় বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

 শহর থেকে গ্রাম অন্ধকারে। বিঘ্নিত মোবাইল নেটওয়ার্কও। শতাধিক পাখিও মারা গেছে, সেখানে দুই ডজনেরও বেশি গবাদি পশু মারা গেছে। শুক্রবার টঙ্কের জেলাশাসক জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের আগাম পূর্ভাভাস ছিল এই ধরনের ঝড় সেখানে উঠতে পারে। পূর্ভাভাস অনুযায়ী ৯৬ কিলোমিটার বেগে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় হয়েছে। এই ঝড়ের গভীর প্রভাব পড়েছে টঙ্ক জেলায়। ঝড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বাড়ি ও দেওয়াল চাপা পড়ে। গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। খুলে পড়েছে হোর্ডিং। ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment