15 years of agreement between FSDL & AIFF will end soon

এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি শেষের পথে ,আঁধারে ভারতীয় ফুটবল

খেলা

15 years of agreement between FSDL  AIFF will end soon

আগামী মে মাসে এফএসডিএলের ( FSDL ) সঙ্গে এআইএফএফের ( AIFF ) চুক্তি শেষ হচ্ছে । ২০১০ থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত মোট ১৫বছরের চুক্তি ছিল ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে। আইএসএল ২০১৪থেকে শুরু হলেও ২০১০ সাল থেকেই এফএসডিএলকে প্রায় ৫০কোটি টাকা করে প্রত্যেক বছর দিচ্ছিলো ফুটবল ডেভলপমেন্টের জন্য। কিন্তু আগামী মে মাসে চুক্তি শেষ হওয়ার পর তারা আর স্পনসর হিসেবে থাকতে চাইছেনা।থাকবে শুধুই পার্টনার হিসেবে। সেক্ষেত্রে এই ৫০কোটির অর্থ দেওয়া বন্ধ হয়ে গেলে লিগ চালানো মুশকিল হয়ে যাবে এইআইএফএফের জন্যে । শোনা যাচ্ছে যে ২০১৪ থেকে শুরু করে ২০২৫ অব্দি এই ১১বছরে প্রায় ৫০০০কোটি অর্থের ক্ষতির সম্মুখীন হয়েছে এফএসডিএল।  এফএসডিএল একটি নতুন সংস্থা গঠন করতে চাইছে যেখানে থাকবে মূলত ৩টি পক্ষ। এফএসডিএল , আইএসএলের দলগুলি এবং এআইএফএফ। প্রতিযোগিতার মোট লাভের লভ্যাংশ ভাগ হয়ে যাবে এই তিন পক্ষের মধ্যে। যার মধ্যে প্রায় ১৪শতাংশ লভ্যাংশ পাবে এআইএফএফ। শোনা যাচ্ছে যে এআইএফএফ একটি নতুন লিগ সূচনার কথা ভাবছে । যেখানে আইএসএল ও আইলিগ মিলিয়ে মোট ১৬টি দল খেলবে। প্রত্যেক দলের থেকে অংশগ্রহণ বাবদ ৪কোটি টাকা করে নেওয়া হবে। তবে এব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কিন্তু এক্ষেত্রে বিপদে পড়তে পারে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান বা সিটি ফুটবল গ্রূপের মুম্বই সিটি এফসি বিশ্বের বিভিন্ন সেরা লিগ থেকে হাইপ্রোফাইল খেলোয়াড়দের আনছেন প্রত্যেক মরশুমেই। এতে ব্র্যান্ডিং বাড়ছে আইএসএলের। অন্যান্য দেশের খেলোয়াড়রাও আগ্রহ বোধ করছেন এই লিগে খেলার জন্য। এতে আখেরে লাভই হচ্ছে ফুটবলের ক্ষেত্রে। এর জ্বলন্ত উদাহরণ সৈদি আরবের রোশান সৈদি লিগ। কিছু বছর আগে অব্দীও এই লিগ নিয়ে কারোর কোনো মাথাব্যথা ছিলনা। সৌদির ফুটবলের মানও ছিল তলানিতে। তবে ২০২৩এ এক এশিয়ান ফুটবলে এক বিপ্লব ঘটায় সৌদি। সৌদি লিগের দল আল নাসেরে সই করেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরপর থেকেই একে একে আসতে থাকেন সাডিও মানে , ব্রজোভিচ , নেইমারের মতো ফুটবলাররা। ফলে ব্রান্ডিংয়ের সঙ্গে সঙ্গে এই মানের ফুটবলারদের সঙ্গে খেলার কারণে মান বাড়তে থাকছে সৌদি দেশের ফুটবলারদেরও । ফলে উন্নতির পথেই অগ্রসর হচ্ছে এই দেশের লিগ । সেই একই ব্যাপার ভারতে ঘটাতে গেলে এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানসূত্র বের করার চেষ্টা করতে হবে। তবেই আবার উন্নতির পথে অগ্রসর হবে ভারতীয় ফুটবল।      

Comments :0

Login to leave a comment