‘বিপর্যয় অঞ্চল’। গাজার উত্তরে বেত লাহিয়াকে এই পরিভাষাতেই চিহ্নিত করছে রাষ্ট্রসঙ্ঘ।
প্যালেস্তাইনে রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষয়ক বিভাগ উইএনআরডব্লিউএ-কে কাজ করতে দিচ্ছে না ইজরায়েল। এই বিভাগের এক আধিকারিক সলবাদনাধ্যমে বলেছেন গাজার গোটা উত্তর অংশের অবস্থা বিপর্যয়কর।
মঙ্গলবারই বেত লাহিয়ায় ১১০ জন্য প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল। বুধবার এই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দেওয়া চলছে। উত্তর গাজায় চিকিৎসা বলে কিছু নেই। নেই স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল। বিধ্বস্ত করে দিয়েছে ইজরায়েলের সেনা। অ্যাম্বুল্যান্স, স্বাস্থ্যকর্মী পাওয়া প্রায় অসম্ভব।
প্যালেস্তাইনের পাশাপাশি লেবাননেও বিমানহানা চালিয়েছে ইজরায়েল। বেড়েছে ইরানের সঙ্গে উত্তেজনা।
বুধবারই ইজরায়েলের সংবাদমাধ্যম জানাচ্ছে যে সেদেশের উত্তর অংশের বিভিন্ন এলাকায় অবিরত সাইরেন শোনা গিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে ড্রোন হানার বিপদসঙ্কেত দেওয়া হয়েছে। তবে ড্রোন হানা কাদের নির্দিষ্ট করেনি প্রশাসন। তবে যে যে লক্ষ্যে আঘাত হওয়ার আশঙ্কা আছে তার ওপর নজরদারি রাখছে ইজরায়েলের বিমানবাহিনী।
এদিকে রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিভাগের প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন যে তাদের ওপর নিষেধাজ্ঞার জেরে মানবিক পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছে গাজা এবং ইজরায়েলের দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্কে। প্যালেস্তিনীয়দের ন্যূনতম প্রয়োজন মেটানোর বন্দোবস্ত করা উচিত ইজরায়েলের।
GAZA UN
বিধ্বস্ত উত্তর গাজায় নেই ত্রাণ, উদ্বেগ রাষ্ট্রসঙ্ঘের
×
Comments :0