গায়েনায় স্কুলে অগুনে দগ্ধ হয়ে অন্তত ২০ জন ছাত্র-ছাত্রীর মৃত্যু হলো। আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। হতাহত ছাত্র-ছাত্রীদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। সোমবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে। এদিন ভোরে দক্ষিণ আমেরিকার এই দেশের রাজধানী জর্জটাউন থেকে দক্ষিণে ৩২০ কিমি দূরে মাহদিয়া শহরের একটি সেকেন্ডারি স্কুলে আগুন ধরে যায়। ওই স্কুলের একটি বড় হল ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনটি ঘটেছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় ৭ ছাত্র ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে রাজধানী জর্জটাউনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা হচ্ছে মাহদিয়ায় সরকারি হাসপাতালে।
Guyana School
গায়েনায় স্কুলে আগুন, মৃত ২০ পড়ুয়া
×
Comments :0